
প্রশ্ন-১ :

ক. স্ট্যাটিক ওয়েবপেজ কী?
খ. নির্দিষ্ট ওয়েবপেজগুলো খুঁজে পাওয়ার উপায় বিশ্লেষণ করো।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর চিত্র-১ ও চিত্র-২ এর কাঠামো দুটির মধ্যে কোনটি সুবিধাজনক ? মতামত দাও।
প্রশ্ন-২: সফটওয়্যার কোম্পানি SAGC প্রতিষ্ঠানের ওয়েব সাইটের জন্য নিম্নে প্রদত্ত দুইটি কাঠামো সুপারিশ করলে, অধ্যক্ষ মহোদয় হোম পেইজে নি¤েœর তালিকাটি সংযোজনের নির্দেশ দেন। যেখানে তালিকাটি যথাক্রমে pge3.html, page4.html এবং page7.html নামক ফাইলের সাথে সংযুক্ত থাকবে।

ক. ওয়েব পাবলিশিং কী?
খ. ওয়েব পেইজ তৈরিতে HTMLব্যবহার করা হয় কেন?
ঘ. ওয়েব সাইটটি তৈরির জন্য উদ্দীপকের কোন কাঠামোটি তুমি উপযুক্ত মনে কর? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন-৩: দুই বন্ধু আনিস এবং ইকবাল ওয়েবপেইজ তৈরির প্রশিক্ষণ নেয়। আনিস চিত্র-১ এবং ইকবাল চিত্র-২ নং কাঠামো বেছে নিয়ে ওয়েবপেইজ তৈরি করে।

ক. আইপি এড্রেস কী?
খ. ওয়েবপেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. ইকবালের ওয়েবপেইজ স্ট্রাকচার শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনকবিশ্লেষণপূর্বক মতামত দাও।
প্রশ্ন-৪: আইসিটি শিক্ষক নাজমা ম্যাডাম ওয়েবপেজ তৈরির জন্য শিক্ষার্থীদের নিচের চিত্রের মতো ওয়েবপেজ কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র-১ এবং অরিত্র চিত্র-২ নং কাঠামো বেছে নিয়ে ওয়েবপেজ তৈরি করল।

ক. ওয়েবসাইট পাবলিশিং কী?
খ. ডোমেইন নেম রেজিষ্ট্রেশন করতে হয় কেন?
গ. অহনার ওয়েবপেজ স্ট্রাকচারটি শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে কোনটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় ?
প্রশ্ন-৫: আইসিটি শিক্ষক সালমা ম্যাডাম ওয়েবপেইজ তৈরি করার জন্য শিক্ষার্থীদের নিচের চিত্রের মত ওয়েবপেইজ কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে রিফাহ চিত্র-১ এবং রুদবা চিত্র-২ নং কাঠামো বেছে নিয়ে ওয়েবপেইজ তৈরি করল।

ক. অ্যাট্রিবিউট কী?
খ. ওয়েবপেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. রিফার ওয়েবপেইজ স্ট্রাকচারটি শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে স্ট্রাকচার দুটির মধ্যে রুদবা’র স্ট্রাকচারটি স্বাচ্ছন্দে ব্যবহার করা যায়-বিশ্লেষণপূর্বক মতামত দাও।
প্রশ্ন-৬:

ক. Hyper Link কী?
খ. IP-Address কম্পিউটারের জন্য সুবিধাজনক-ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এ বর্ণিত কাঠামোটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত চিত্র-১ ও চিত্র-২ কাঠামো দু’টির মধ্যে কোনটি সুবিধাজনক মতামতের স্বপক্ষে যুক্তি দাও।