তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( ৫ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল)

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি • শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ • শেষ তারিখ: 2025-10-18

প্রশ্ন-১। 'ক' কলেজে আইসিটি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের নিম্নোক্ত হক অনুসারে বিভাজনের সিম্পার্ড গৃহীত হয়েছে।

Roll No.Group
A
B
C

ক. ফ্লোচার্ট কী?

 খ. C প্রোগ্রাম এর শেষ লাইনে 'return 0' লেখার যৌক্তিকতা ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকে উল্লিখিত বিভাজনের অ্যালগরিদম লেখ। 

ঘ. উদ্দীপকের উল্লিখিত বিভাজনের জন্য একটি সি-প্রোগ্রাম লেখ।

 

প্রশ্ন-২।

#include<stdio.h>

int main( ) { int i, N, sum

printf("In Enter last number of the series:"); 

scanf("%d", & N); 

for

sum sum

printf("%d", sum); 

return 0; } 

ক. অবজেক্ট প্রোগ্রাম কী? 

খ. math.h ফাইলটি ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁক। 

ঘ. উদ্দীপকের কোডে ব্যবহূত লুপের পরিবর্তে do while লুপ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করা সক্ষব- বিশ্লেষণ কর।

 

প্রশ্ন-৩। 'Happy New Year-2024' 

ক. ভোলাটাইল মেমোরি কী? 

খ. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য লিখ।

গ. উদ্দীপকে উল্লেখকৃত বর্ষাট লিপ ইয়ার কি না তা নির্ণয় করতে অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি কর। 

घ. যেকোনো বর্ষ লিপ ইয়ার কিনা তা বের করার জন্য সি প্রোগ্রাম তৈরি কর।

 

প্রশ্ন-৪।   

क. টোকেন কী?

খ. চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে- বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাছয়ের গ. সা. গু. নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি কর। 

घ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাছয়ের ল. সা. গু. নির্ণয়ের জন্য একটি C-প্রোগ্রাম রচনা কর।

 

প্রশ্ন-৫।

দৃশ্যকল্প-১: ‘4’ একটি জোড় সংখ্যা এবং ‘45’ একটি বিজোড় সংখ্যা। 

দৃশ্যকল্প-২: a ও b দুইটি পূর্ণসংখ্যা এবং d এদের ল.সা.গৃ.। 

ক. কম্পাইলার কী? 

খ. চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়- ব্যাখ্যা কর। 

গ. দৃশ্যকল্প-১ এর ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম ফ্লোচার্ট আঁক। 

ঘ. দৃশ্যকল্প-২ এর উল্লিখিত ‘d’ নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ।

 

প্রশ্ন-৬।

1950 থেকে 1980 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-A" 1981 থেকে 2000 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-B" এবং 2001 থেকে 2025 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "GroupC" গ্রুপে ভাগ করা হলো। 

क. নিম্নস্তরের ভাষা কী ? 

খ. _ICT চলকটি বৈধ কি না? ব্যাখ্যা কর। 

গ. জন্মসাল অনুযাযী গ্রুপ নির্ধারণ করতে উপরের উদ্দীপক অনুযায়ী একটি ফ্লোচার্ট আঁক। 

घ. উদ্দীপক অনুযায়ী সি ভাষায় প্রোগ্রাম লেখ।

 

প্রশ্ন-৭।

ইনপুট ডেটাপ্রিন্টকৃত আউটপুট ডেটা
05:00 am থেকে 11:59 amMorning
12:00 pm থেকে 04:59 pmAfternoon
05:00 pm থেকে 08:59 pmEvening
09:00 pm থেকে 04:59 amNight

ক. ইন্টারপ্রেটার কী? 

খ. C প্রোগ্রাম "/" ও "%" অপারেটর দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন- বুঝিয়ে লেখ। 

গ. উদ্দীপকে উল্লিখিত আউটপুট পাওয়ার প্রোগ্রামের ফ্লোচার্ট তৈরি কর। 

ঘ. else if statement ব্যবহার করে উদ্দীপকে উল্লিখিত আউটপুটটি পাওয়ার প্রোগ্রামের C ভাষার কোড লেখ।

 

প্রশ্ন-৮  নিচের চিত্রটি লক্ষ কর-

 img-0.jpeg 

ক. মেশিন ভাযা কী? 

খ. ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ- ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটির পরিসীমা নির্ণয় প্রোগ্রামের অ্যালগরিদম লেখ। 

घ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য C ভাযার প্রোগ্রাম লেখ।