Dynamics Career - বাংলাদেশে ক্যারিয়ার, চাকরি ও শিক্ষা বিষয়ক সর্বশেষ তথ্য

পরীক্ষা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( চতুর্থ অধ্যায় ) পরীক্ষা-০২

প্রশ্ন 1.

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও 
একাধিক পেজের মধ্যে লিংক জানার পূর্বে URL সম্পর্কে ধারনা থাকা দরকার। কারণ URL হলো লিংক তৈরির প্রাথমিক বিষয়। ইন্টারনেটের ওয়েবের অভস্থান ও ঠিকানার জন্য URL ব্যবহার করা হয়। 

URL  এর পূর্ণরুপ কী? 

প্রশ্ন 2.

URL এর অংশ হতে পারে

  1. প্রোটোকল
  2. হোস্ট নেম
  3. ডাইবেক্টরি এবং ফাইল নেম নিচের কোনটি সঠিক?
প্রশ্ন 3.

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও ইমরান একটি কোম্পানির মালিক। তিনি সেই কোম্পানির একটা ওয়েবসাইট ডিজাইন করতে চায়। এ জন্য তিনি কয়েকজন ওযেব প্রোগ্রামের কাচে গেলেন এবং সবাইকে ওয়েব ডিজাইন করতে বললেন।

প্রোগ্রামার ওয়েব সাইট ডিজাইন করবে

  1. এইটচটিএস এল ব্যবহার করে
  2. Pascal ​​​​​​​ব্যবহার করে
  3. C/C++ ​​​​​​​ ব্যবহার করে নিচের কোনটি সঠিক?
প্রশ্ন 4.

এইটচটিএস এল এর প্রধান কয়টি অংশ থাকে? 

প্রশ্ন 5.

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও
রফিক নোটপ্যাড ব্যবহার করে  ÔFirst PageÕ একটি HTML ডকুমেনন্ট তৈরি করলো। 
ÔFirst PageÕ নামকরণ রফিক কোন HTML ট্যাগটি ব্যবহার করেছেন?

প্রশ্ন 6.

রফিক তার HTML ডকুমেনন্ট দেখতে পারবে

  1. ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে
  2. গুগোলক্রাম ব্যবহার করে
  3. মজিলা ফায়ারফক্স ব্যবহার করে নিচের কোনটি সঠিক?
প্রশ্ন 7.

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ও ৮ নং প্রশ্নের উত্তর দাও
ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র ডিজাইনের  নিজের  দৃষ্টিকোণ চিন্তা না করে, ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইটা ব্যবহারকারীর গ্রাহক বা ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হবে।  
ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে নিরাপত্তার কোন বিষয়টি জরুরী নয়?

প্রশ্ন 8.

ওয়েব সাইট তৈরি ও পাবলিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়

  1. ওয়েব সাইট ডিজাইন
  2. ডোমেইন নেম রেজিস্ট্রশন
  3. ডোমেইন হোস্টিং নিচের কোনটি সঠিক?
প্রশ্ন 9.

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১২  নং প্রশ্নের উত্তর দাও
মিতা অনেক সময় নিয়ে ওয়েবসাইট তৈরি করলেন। ওয়েবসাইটে ব্যক্তির সকল বিন্যস্ত করলেন। ছবি ও কার্টুন তৈরির জন্য নতুন পেজ বানালেন।
মিতার কাজকে বলা যায়- (অনুধাবন)

প্রশ্ন 10.

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।  অবন্তী একটি ওয়েবসাইট বানাল । সে যে Sub-Secttio  বানাল সেখানে পুরো ওয়েবসাইট সহজে চলাচলের লিঙ্ক রাখল না।  অবন্তীর যে কাজটি করা ঠিক হয়নিতা - (উচ্চতার দক্ষতা) 

  1. উপ-শিরোনাম দেয়া         
  2. Sub-Secttio পেজ তৈরি করা       
  3. লিঙ্ক না রাখা       নিচের কোনটি সঠিক?
প্রশ্ন 11.

Sub-Secttio পেজ তৈরিতে অবন্তীর কোন দিকটি লক্ষ্য রাখা উচিত?

প্রশ্ন 12.

মিতা ওয়েব তৈরি করতে পারবে? 

  1. টেক্সট        
  2. ভিডিও       
  3. চিত্র 

    নিচের কোনটি সঠিক?

প্রশ্ন 13.

URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?

প্রশ্ন 14.

URL  এর তৃতীয় অংশের নাম কী?

প্রশ্ন 15.

কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে  রাখা হয় তাকে কী বলা হয়?

প্রশ্ন 16.

আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?        

[ ঢা. বো. ২০১৭ ]
প্রশ্ন 17.

HTML ট্যাগের চিহ্ন কোনটি?  

 [ ঢা. বো. ২০১৭ ]
প্রশ্ন 18.

HTML  কোড < p > H < sup > 2 0

​​​​​​​ এর ফলাফল কোনটি?        
[ঢা. বো. ২০১৭]
প্রশ্ন 19.

নিচের কোনটি ফাঁকা ট্যাগ?       

 [ঢা. বো. ২০১৭]
প্রশ্ন 20.

LINK ট্যাগ কোনটি?

[রা. বো. ২০১৭]
প্রশ্ন 21.

ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কী বলা হয়?

প্রশ্ন 22.

কোনটি ওয়েব ব্রাউজার? 

প্রশ্ন 23.

কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কী? 

প্রশ্ন 24.

এইচটিএমএল হলো -

প্রশ্ন 25.

হেডিং ট্যাগ কয়টি?     

 [ ব. বো. ২০১৬ ]  
প্রশ্ন 26.

HTMLএ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন?    

[ব. বো. ২০১৬]
প্রশ্ন 27.

HTMLএ সবচেয়ে ছোট আকারের heading ​​​​​​​ প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়?        

[কু. বো. ২০১৬]    
প্রশ্ন 28.

HTMLএ লিংক সিনটেক্স হলো- 

< a href = “url” > Link text   

এখানে a href এর অর্থ হচ্ছে- 

[কু. বো. ২০১৬]
প্রশ্ন 29.

HTTPএর পূর্ণরূপ কী?   

 [কু. বো. ২০১৬]
প্রশ্ন 30.

ওয়েবপেজ ডিজাইন কোনটি ?

 [ঢা. বো. ২০১৬]
মোট প্রশ্ন: 30
Exam System