প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: তাপগতিবিদ্যা শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: চট্টগ্রাম বোর্ড সাল: ২০১৯

প্রশ্ন-  30°C তাপমাত্রার 0.05 kg পানিকে স্বাভাবিক চাপে 2 x 10-3 m3 আয়তনের বাষ্পে পরিণত করা হলো। এই প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.28 × 104 J [পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ  L = 2.26 × 106 J kg-1 এবং পানির আপেক্ষিক তাপ s = 4200 J kg-1 k-1]

(উষ্ণতা কাকে বলে?

(খ) রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়- ব্যাখ্যা দাও।

(উদ্দীপকের পানিকে বাষ্পে পরিণত করার জন্য এন্ট্রপির পরিবর্তন কত হবে নির্ণয় কর 

(উদ্দীপকের প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি নাগাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই কর।

উত্তর

সমাধান

()-এর উত্তর:

উষ্ণতা: কোনো বস্তুর যে তাপীয় অবস্থা বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে তাকে উষ্ণতা বলে

 ()-এর উত্তর:

রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। রুদ্ধতাপীয় প্রসারণের সময় কার্যনির্বাহক বস্তু বা সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায়। ফলে সিস্টেমের তাপের আদান-প্রদান হয় না। অর্থাৎ dQ = 0

dQ = dU + dw

0 = dU + dW

বা, dw = - du

আয়তন প্রসারণ ঘটায় dW ধনাত্মক। তাই সমীকরণ অনুসারে du ঋণাত্মক, যা সিস্টেমের অন্তঃস্থ শক্তির হ্রাস নির্দেশ করে। কারণে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়।


রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word