প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: তাপগতিবিদ্যা শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: যশোর বোর্ড সাল: ২০১৯

প্রশ্ন-৪। যশোর বোর্ড-২০১৯ |

A প্রক্রিয়ায় 2 kg পানিকে 0° C তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো। অন্যদিকে B প্রক্রিয়ায় 10 C তাপমাত্রার 5 kg পানিকে 100 তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। (পানির আপেক্ষিক তাপ  4200 Jkg-1 K-1  এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.26× 106Jkg-1

(আপেক্ষিক তাপ কাকে বলে?

(তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয় কেনব্যাখ্যা কর।

(উদ্দীপকে  প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় কর।

(উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশিগাণিতিকভাবে বিশ্লেষণ কর।

উত্তর

সমাধান

()-এর উত্তর:-

আপেক্ষিক তাপ: একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1°C বৃদ্ধি কর পরিমাণ তাপের দরকার তাকে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

()-এর উত্তর:

তড়িৎ পরিবাহকে বেশ কিছু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহকে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলে যুক্ত ইলেকট্রন গুলে আাআণবিক স্থানের মধ্যদিয়ে পরিবাহকের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে দিকে চলতে থাকে, ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই ইলেকট্র চলার সময় পরিবাহকের পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পরম গতিশক্তি আরো বৃদ্ধি পায়। এই বর্ধিত গতিশক্তি তাপে রূপান্তরিত হয়।এজন্য তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপের উদ্ভব হয়।

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word