প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: তাপগতিবিদ্যা শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: কুমিল্লা বোর্ড সাল: ২০১৯

প্রশ্ন-৩। একজন শিক্ষার্থী লিখন 84 kJ তাপ সরবরাহ করে 30°C তাপমাত্রার 5 kg পানিকে উত্তপ্ত করলো। অপর শিক্ষার্থী নিয়ন তাপ সরবরাহ করে 100°C তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। পানির আপেক্ষিক তাপ 4200 Jkg K এবং বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.26× 106Jkg-1

(সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে?

(পৃথিবীর তড়িৎ বিভব শূন্য ধরা হয় কেনব্যাখ্যা কর।

(লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিলনির্ণয় কর।

(উদ্দীপকের কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশবান্ধবতোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর

সমাধান

 ()-এর উত্তর:

সমোষ্ণ প্রক্রিয়া: যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।

()-এর উত্তর:

কোনো চার্জিত বস্তুকে ভূ-সংযুক্ত করা হলে তা নিস্তড়িত হয়। ধনাত্মক চার্জিত বস্তুকে ভূ-সংযুক্ত করা হলে পৃথিবী থেকে ইলেকট্রন এসে বস্তুটিকে নিজড়িত করে। আর ঋণাত্মক চার্জিত বস্তুকে ভূ-সংযুক্ত করা হলে বহু থেকে ইলেকট্রন পৃথিবীতে চলে যায় ফলে বস্তুটি নিস্তড়িত হয়। পৃথিবী এতো বড় যে, এতে ইলেকট্রন দিলে বা থেকে ইলেকট্রন চলে গেলে এর বিভবের কোনো পরিবর্তন হয় না। পৃথিবী প্রতিনিয়ত বিভিন্ন বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করছে এবং বিভিন্ন বস্তুতে ইলেকট্রন প্রদানও করছে। যেকোনো চার্জিত বস্তুকেই ভূ-সংযুক্ত করা হোক না কেন, তা নিষ্পড়িত হয়। তাই পৃথিবীর বিভব শূন্য ধরা হয়।


রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word