প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: তাপগতিবিদ্যা শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: রাজশাহী বোর্ড সাল: ২০১৯

প্রশ্ন-২।  দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দু'জন শিক্ষার্থী, সুজন শৈলী একটি আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা 300 cm পারদ চাপে যথাক্রমে সমোষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলো। গ্যাসটি দ্বিপরমাণুক।

(পানির ত্রৈধবিন্দু কাকে বলে?

( P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এনট্রপি রেখা বলা হয় কেন?

(শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে?

(উদ্দীপকের আলোকে সুজন  শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবেগ্যানিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।

উত্তর

সমাধান

()-এর উত্তর:

পানির ত্রৈধবিন্দু: যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয়বাষ্প তাপীয় সাম্যবস্থায় সহাবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।


()-এর উত্তর:

P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখা একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম পরিবেশের সাথে তাপের আদান-প্রদান করে না অর্থাৎ তাপের পরিবর্তন dQ = 0 ।এনট্রপির সংজ্ঞানুসারে কোনো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dS = dQT = 0 । অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন না হওয়ায় P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এন্ট্রপি রেখা বলা হয়।


রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word