প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: তাপগতিবিদ্যা শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: ঢাকা বোর্ড সাল: ২০১৯

প্রশ্ন-১ঃ  তাপ পরিবাহী অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত  সিলিন্ডারে 2×105 Pa  চাপে ও 600K তাপমাত্রায় 1 mol হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। (হিলিয়ামের ক্ষেত্রে y = 1.67 এবং R= 8.31 J mol-1 k-1 )

() তাপ গতিবিদ্যার ১ম সূত্রটি বিবৃত কর।

() সমোষ্ণ প্রক্রিয়ায় dW=dQ  কেন? ব্যাখ্যা কর।

() অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।

() সিলিন্ডারদ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি? যাচাই কর।

উত্তর

সমাধান

(ক)-এর উত্তর:

তাপগতিবিদ্যার ১ম সূত্র সম্পর্কিত জুলের বিবৃতিটি হলো- যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, তবে কাজ তাপের সমানুপাতিক।

(খ)-এর উত্তর:

সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে বলে সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ dU = 0 সুতরাং, তাপগতিবিদ্যার প্রথম 

সূত্রানুসারে dQ= dU+dW

বা,dQ = dw + 0 

∴dQ = dw 

সুতরাং সমোষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান ।

(গ)-এর উত্তর:

সিলিন্ডারটি অপরিবাহী পদার্থে তৈরি, তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


(ঘ)-এর উত্তর:

দেওয়া আছে..

উভয় গ্যাসের আদি চাপ, p= 2× 105pa

              T= 600k

               মোল সংখ্যা n = 1 mole

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word