প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়: তৃতীয় শ্রেণি: HSC বোর্ড: চট্টগ্রাম বোর্ড সাল: ২০২৫

প্রশ্ন ৯- চট্টগ্রাম বোর্ড ২০২৫

আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র- প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদেরকে চিত্র- এর সিগনালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্যক সারণি তৈরি করতে এবং ছাত্রীদেরকে শুধু NOR গেইট ব্যবহার করে চিত্র- এর একটি সমতুল্য সার্কিট তৈরি করতে বললেন​​​​​​​

. ডিকোডার কী?

. "কোনো বুলিয়ান চলক তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন"- বুঝিয়ে লেখ

. উদ্দীপকে উল্পিখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণি লেখ

ঘ. উদ্দীপকে উল্পিখিত ছাত্রীদের ব্যবহৃত গেইটটি ব্যতীত অন্য কোনো গেইট ব্যবহার করে তুমি চিত্র-২ এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে? লজিক চিত্র অঙ্কনপূর্বক মতামত দাও।

উত্তর

সমাধান

 

৯- নং প্রশ্নের উত্তর :

(ক) ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোন সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে
(খ) বুলিয়ান বীজগণিতে কোনো চলকের পরিপূরক হচ্ছে তার বিপরীত মান আর দ্বৈত পরিপূরক হচ্ছে পরিপূরকের আবার পরিপূরক যদি কোনো বুলিয়ান A হয়, তবে তার পরিপূরক A এবং তার দ্বৈত পরিপূরক বা দুই বার পূরক করলে হয়
, যা আসলে A এর সমান অর্থাৎ

 

 

A

0

1

0

1

0

1

 

 

তাই বলা যায় যে, বুলিয়ান চলক তার দৈত পরিপূরক পরস্পর অভিন্ন


(গ) চিত্র- প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে আমরা আউটপুট পাই,

 

চিত্র- প্রদর্শিত সিগনালগুলোকে ইনপুট হিসেবে নিয়ে সত্যক সারণিটি নিম্নরূপ -

 

A

B

C

AB

BC

B+C

BC(B+C)

AB+BC(B+C)

0

1

0

0

0

1

0

0

1

0

1

0

0

1

0

0

1

0

0

0

0

0

0

0

0

1

1

0

1

1

1

1

 

(ঘ) উদ্দীপকে উল্পিখিত ছাত্রীদের ব্যবহৃত গেইটটি হলো NOR গেইট NOR গেইট ব্যতীত NAND গেইট ব্যবহার করে চিত্র- এর সমতুল্য সার্কিট তৈরি করা যায় লজিক চিত্র অঙ্কনপূর্বক নিচে তা দেখানো হলো-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word