প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: যশোর বোর্ড সাল: ২০২২

প্রশ্ন ১১ ।

পর্ব 'X' = সকল প্রাণী সামুদ্রিক

পর্ব 'Y' = কৃমিজাতীয় এবং অধিকাংশ পরজীবী

পর্ব 'Z' = কৃমিজাতীয়, কেউ কেউ মুক্তজীবী এবং কেউ কেউ পরজীবী।

ক. প্রজাতি কী?

খ. দ্বি-অরীয় প্রতিসাম্য বলতে কী বুঝ?

গ. উদ্দীপকে উল্লিখিত পর্ব 'X' এর বৈশিষ্ট্যগুলো লেখ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত 'Y' ও 'Z' পর্ব দুটির মধ্যে কোনটি উন্নত? বিশ্লেষণ কর। 

উত্তর

সমাধান

১১নং প্রশ্নের উত্তর

ক. প্রাণী শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হচ্ছে প্রজাতি। Ernst Mayr (1969) এর মতে প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু প্রায় অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে জনন সূত্রে আলাদা।

খ. কোনো প্রাণিদেহে যখন কোনো অঙ্গোর সংখ্যা একটি কিংবা একজোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে। ফলে ঐ প্রাণিদেহ ৪টি সদৃশ অংশে বিখরা হতে পারে। এ ধরনের প্রতিসাম্য হচ্ছে দ্বি-অবীয় প্রতিসাম্য। Anophore জাতীয় প্রাণীর দেহ যেমন- Croloplana মৌলিকভাবে জহীন। প্রতিসম হলেও ২টি কর্ষিকা থাকায় এরা দ্বি-অরীয় প্রতিসম প্রাণী।

গ. উদ্দীপকে উল্লিখিত গর্ব 'X' হলো Echinodermata পর্ব। নিচে Bahinodermata পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

১. পূর্ণাক। প্রাণী পঞ্চাঅরীয় প্রতিসম, অখণ্ডকায়িত, তারকাকার, গোলাকার, চাকতির মতো অথবা লম্বাকৃতির, কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম।

২. দেহ কন্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিঃকঙ্কালযুক্ত।

৩. দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত; মৌখিক তলে পাঁচটি অ্যাম্বুলাক্রাল খাদ (মুখছিদ্রের পাঁচটি কোণা থেকে প্রতিটি বাহুর অঙ্কীয় মধ্যরেখা বরাবর অগভীর খাঁজ) উপস্থিত।

৪. দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র রয়েছে। এর সংশ্লিষ্ট নালিকা পদ বা টিউব ফিট এদের চলন অঙ্কা। এ তন্ত্রটি চলন ছাড়াও শ্বসন, খাদ্য আহরণেও সাহায্য করে।

৫. রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তবে হিমাল ও পেরিহিমালতন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে।

৬. রেচনতন্ত্র নেই।

৭. ত্বকীয় ফুলকা, নালিকা পা বা শ্বসনবৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন হয়।

৮. একলিঙ্গ প্রাণী; নিষেক বাহ্যিক; জীবনচক্রে মুক্ত সাঁতারু।

৯. সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক: এদের কোনো পরজীবী সদ্য নেই।

ঘ. উদ্দীপকে উল্লিখিত 'Y' ও 'Z' পর্ব দুটি হলো যথাক্রমে Platyhelminthes ও Nematoda Platyhelminthes 9 Nematoda পর্বের মধ্যে কোনটি উন্নত তা নিচে বিশ্লেষণ করা হলো-
Platyhelminthes পর্বের বৈশিষ্ট্য:
১. দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চাপা।
২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত।
৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট।
৪. পোষকদেহে সংযুক্তির জন্য অনেকক্ষেত্রে বাহ্যিক চোষক বা ঢুক অথবা উভয়ই উপস্থিত।
৫. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। রেচনতন্ত্র শাখা-প্রশাখাযুক্ত রেচননালি ও শিখা কোষ নিয়ে গঠিত।
৬. অধিকাংশ পরজীবী। কিছুসংখ্যক মুক্তজীবী।
৭. এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ।

Nematoda পর্বের বৈশিষ্ট্য:
১. দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক সুচালো।
২. দেহ নমনীয়; ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকলে আবৃত।
৩. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীর দেহকে 'নলের ভেতর নল' ধরনের গঠনের মতো দেখায়।
৪. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত।
৫. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
* অধিকাংশ প্রাণী একলিকা, যৌন দ্বিরূপতা দেখা যায়।
৭. এরা স্থলচর বা জলচর, মুক্তজীবী বা পরজীবী প্রাণী।
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, Nematoda পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য Platyhelminthes পর্বের প্রাণীদের বৈশিষ্টা অপেক্ষা উন্নত।


রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word