প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: রাজশাহী বোর্ড সাল: ২০২২

প্রশ্ন ১০ । নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

Nematoda,   P  ,   Q  , Arthropoda


ক. জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও।

খ. ভূণীয় স্তর বলতে কী বুঝায়?

গ. উদ্দীপকের 'P' চিহ্নিত পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ২ 

ঘ. উদ্দীপকে উল্লিখিত Q ও তার পরবর্তী পর্বের প্রাণীদের প্রধান বৈসাদৃশ্যগুলো পর্যালোচনা কর। 8

উত্তর

সমাধান

১০নং প্রশ্নের উত্তর

ক. অসংখ্য প্রজাতি ও বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত জীব নিয়ে আমাদের এ পৃথিবী। পৃথিবীর সকল জীবের বিভিন্নতাকে সম্মিলিতভাবে জীববৈচিত্র্য বা বায়ো-ডাইভারসিটি বলে।

খ. ভূণীয়স্তর বলতে বোঝায় ভূণের বিভিন্ন স্তর, যা থেকে ভবিষ্যতে বিভিন্ন কলা ও বিভিন্ন অঙ্গ পরিস্ফুটিত হয়। ভূণের কোষগুলো সাধারণত দুটি অথবা তিনটি স্তরে বিন্যস্ত থাকে। যেসব প্রাণীর ভ্রূণে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামে দুটি কোষস্তর থাকে তাদের দ্বিস্তরবিশিষ্ট প্রাণী বলে। অপরদিকে যেসব প্রাণীর ভূণের কোষগুলো এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম নামে তিনটি স্তরে বিন্যস্ত থাকে, তাদের ত্রিস্তরবিশিষ্ট প্রাণী বলে।

গ. উদ্দীপকের 'P' চিহ্নিত পর্বটি হলো Mollusca। Mollusca পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো-

১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম।

২. দেহ নরম ও অখন্ডায়িত।

৩. দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা আবৃত।

৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত।

৫. রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে।

৬. ফুলকা বা ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়, স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে।

৭. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে।

৮. মলাস্কাজাতীয় প্রাণী ভিন্ন লিঙ্গবিশিষ্ট এবং ডিম পাড়ে।

ঘ. উদ্দীপকের 'Q' চিহ্নিত পর্বটি হলো Annelida ও তার পরবর্তী পর্বটি হলো Arthropoda। এ দুটি পর্বের প্রাণীদের প্রধান বৈসাদৃশ্যগুলো পর্যালোচনা করা হলো-

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word