প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: ঢাকা বোর্ড সাল: ২০২২

প্রশ্ন ৯। বিশাল প্রাণিজগতকে তাদের জীবনে পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়েছে। ভার্টিব্রেটদের মধ্যে প্রথম উষ্ণ রক্তবিশিষ্ট দলটি মেরু অঞ্চলসহ পৃথিবীর সমস্ত প্রাকৃতিক পরিবেশে বিস্তৃত।

ক. প্রজাতি কাকে বলে?

খ. কেঁচোকে ইউসিলোমেট বলা হয় কেন?

গ. উল্লিখিত উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর পর্বগত বৈশিষ্ট্য লেখ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ভিত্তি ব্যতীত প্রাণীর শ্রেণিবিন্যাসে আরও ভিত্তি ব্যবহার করা হয়েছে- বিশ্লেষণ কর। 

উত্তর

সমাধান

৯নং প্রশ্নের উত্তর

ক.  প্রাণী শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হচ্ছে প্রজাতি। Ernst Mayr (1969) এর মতে প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু প্রায় অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে জনন সূত্রে আলাদা।

খ.  কেঁচো অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণী। এরা ইউসিলোমেট অর্থাৎ প্রকৃত সিলোমযুক্ত। কারণ এদের ভূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ধৃত হয় এবং চাপা, মেসোডার্মাল এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। ইউসিলোমেটদের অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয়। এ কারণেই কেঁচোকে ইউসিলোমেট বলা হয়।

গ. উদ্দীপকে উল্লিখিত উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী বলতে অ্যাভিস শ্রেণিকে বোঝানো হয়েছে, যা কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপ-পর্বের অন্তর্গত প্রাণী। নিচে এদের পর্বগত বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

১. ভূণাবস্থায় বা আজীবন কর্ডেটের পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। উন্নত প্রাণীতে পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদন্ড দিয়ে প্রতিস্থাপিত হয়।

২. নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার, স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড থাকে। মেরুদন্ডী প্রাণীদের ক্ষেত্রে নার্ভকর্ডটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুন্নাকাণ্ড গঠন করে।

৩. জীবনের যে কোনো দশায় বা আজীবন কর্ডেট গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্দ্র থাকে। (উন্নত কর্ডেটে ফুলকারন্দ্রের বিলোপ ঘটে)।

৪. গলবিলের নিচে এন্ডোস্টাইলি নামে একটি অঙ্গ থাকে যা পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়।

৫. কর্ডেটে হৃৎপিন্ড অঙ্কীয় দেশে অবস্থান করে

ঘ. উদ্দীপকে উল্লিখিত পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠন বলতে নটোকর্ডকে বুঝানো হয়েছে। নটোকর্ডের উপস্থিতির ভিত্তিতে প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের কথা বলা হয়েছে। এটি ব্যতীত প্রাণীর শ্রেণিবিন্যাসে আরো বিভিন্ন ধরনের ভিত্তি ব্যবহার করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

কিছু সুস্পষ্ট ও অনন্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণিবদ্ধ করা হয়। যেসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে প্রাণীর শ্রেণিবিন্যাস করা হয় সেসব বৈশিষ্ট্যই প্রাণী শ্রেণিবিন্যাসের ভিত্তি হিসেবে বিবেচিত।

প্রাণী শ্রেণিবিন্যাসের প্রধান ভিত্তিসমূহ হলো-

১. সংগঠন মাত্রা,
২. প্রতিসাম্য,
৩. খণ্ডকায়ন,
৪. অঞ্চলায়ন,
৫. উপাঙ্গ,
৬. প্রান্তিকতা,
৭. দেহ অক্ষ ও তল,
৮. সিলোম,
৯. ক্লিভেজ ও পরিস্ফুটন,
১০. ভ্রূণীয় স্তর ও
১১. মেরুদন্ড।

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word