প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: সিলেট বোর্ড সাল: ২০২৩

প্রশ্ন ৬।  নিচের চিত্রটি লক্ষ কর-

uploaded image

ক. প্রজাতির সংজ্ঞা দাও।

খ. ত্রিপদ নামকরণ বলতে কী বুঝায়?

গ. উদ্দীপকটির পর্বগত বৈশিষ্ট্য উল্লেখ কর।

ঘ. 'A'-এর ভিত্তিতে উদ্দীপকটির উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর। 8

উত্তর

সমাধান

ক. প্রাণী শ্রেণিবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি। Ernat Mayr (1969) এর মতে প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয় কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে তখন ঐ ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলে।

খ. জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মানুযায়ী গণ, প্রজাতি ও উপপ্রজাতি এই ৩টি পদের সমন্বয়ে বৈজ্ঞানিক নাম প্রদান করাকে ত্রিপদ নামকরণ বলে। পাখী বিজ্ঞানী Schlegel (1844) সালে প্রথম ত্রিপদ নামকরণ প্রণয়ন করেন। যেমন- Passer domesticus niloticus. (নীলনদ এলাকার চড়ুই পাখি)।

গ. উদ্দীপকে প্রদর্শিত চিত্রটিতে প্রাণীর নটোকর্ড চিহ্নিত করা হয়েছে। এ বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে, এটি প্রাণিজগতের সবচেয়ে উন্নত পর্ব Chordata-এর বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। নিচে Chordata পর্বের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো-

কর্ডাটা পর্বের প্রাণীদের জীবনের প্রাথমিক পর্যায়ে অথবা সারাজীবন চারটি মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। যথা-

১. পৃষ্ঠীয় ফাঁপা ও নলাকার স্নায়ুরজ্জু।

২. স্নায়ুরজ্জুর নিচ দিয়ে প্রসারিত একটি দন্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটোকর্ড।

৩. গলবিলীয় ফুলকা রন্দ্র এবং

৪. পায়ু পশ্চাৎ লেজ।

চারটি অনুপম বৈশিষ্ট্য ছাড়াও কর্ডাটাদের নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট্যগুলো বিদ্যমান-

১. দেহ ত্রিস্তর বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং প্রকৃত সিলোমযুক্ত।

২. দেহে অন্তঃখন্ডায়ন বিদ্যমান।

৩. রক্ত সংবহনতন্ত্র বন্ধ প্রকৃতির, হৃৎপিন্ড অঙ্কীয় এবং হেপাটিক পোর্টালতন্ত্র বিদ্যমান; লোহিতকণিকায় হিমোগ্লোবিন থাকে।

৪. এন্ডোস্টাইল অথবা থাইরয়েড গ্রন্থি বিদ্যমান এবং পরিপাকতন্ত্রে পাকস্থলি ও অস্ত্র সুনির্দিষ্টভাবে পৃথক।

ঘ. উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটি হলো নটোকর্ড। নটোকর্ডের ওপর ভিত্তি করে Chordata পর্বকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে।

যথা- ১. Urochordata, ২. Cephalochordata ও ৩. Vertebrata | নিচে এ উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হলো-

ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীতে কেবল লার্ভা দশায় এবং লার্ভার লেজে নটোকর্ড থাকে। আর সেফালোকর্ডাটা উপপর্বে লার্ভা ও পরিণত প্রাণীতে নটোকর্ড ও নার্ভকর্ড থাকে যা দেহের সম্মুখ থেকে পশ্চাৎপ্রান্ত পর্যন্ত বিস্তৃত। অপরদিকে ভার্টিব্রাটায় ভূণীয় অবস্থায় নটোকর্ড থাকে। ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার সদস্যদের ক্ষেত্রে কর্ডাটার অন্যতম বৈশিষ্ট্য নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের ক্ষেত্রে ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ প্রাণীতে তা কশেরুকা নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। সেজন্য এদের মেরুদণ্ডী কর্ডেট বলা হয়। অপরদিকে ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা পর্বের প্রাণীরা হলো অমেরুদণ্ডী কর্ডেট। ইউরোকর্ডেটদের লার্ভার রূপান্তর সময় পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু ও সংক্ষিপ্ত হয়ে একটি স্নায়ু গ্রন্থিতে পরিণত হয়। সেফালোকর্ডেটদের দেহের সম্মুখ প্রান্তে ওরাল হুড এবং তাতে ওরাল সিরি থাকে। অন্যদিকে ভার্টিব্রেটদের দেহের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জুর অগ্রপ্রান্ত মস্তিষ্ক এবং পশ্চাৎ অংশ সুষুম্মাকান্ড গঠন করে। ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের গলবিলে ফুলকা রন্দ্র থাকে। কিন্তু ভার্টিব্রেটদের ফুলকা রন্দ্র থাকলেও উন্নত প্রাণীতে বিলুপ্ত হয়।


রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word