প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: কুমিল্লা বোর্ড সাল: ২০২৩

প্রশ্ন ৪: অন্তরা শিক্ষা সফরে সুন্দরবনের করমজল যেয়ে কুমির, পাখি, হরিণসহ বিচিত্র প্রাণী দেখে খুব আনন্দ পেল।

ক. ট্যাক্সন কী?

খ. দ্বিপদ নামকরণ বলতে কী বুঝ?

গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার বৈশিষ্ট্য লেখ। 

ঘ. উদ্দীপকের তৃতীয় প্রাণীটি দ্বিতীয় প্রাণীটি অপেক্ষা শ্রেণিতাত্ত্বিকভাবে উন্নত- বিশ্লেষণ কর। 

উত্তর

সমাধান

৪নং প্রশ্নের উত্তর

ক. ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক। অর্থাৎ শ্রেণিকরণে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগোষ্ঠী বা জনগোষ্ঠীবর্গকে একেকটি ট্যাক্সন বলে।

খ. নামকরণের আন্তর্জাতিক নিয়মানুসারে কোনো জীবের নামকরণে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে, দুই শব্দের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ১৭৫৮ সালে দ্বিপদ নামকরণের নীতিমালা প্রবর্তন করেন। যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম Homo tapiens। এক্ষেত্রে Homo হলো মানুষের গণ-এর নাম এবং sapiens হলো মানুষের প্রজাতি নামের নির্দেশক।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি হলো কুমির, যা কর্ডাটা পর্বের অন্তর্গত। নিচে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
কর্ডাটা পর্বের প্রাণীদের জীবনের প্রাথমিক পর্যায়ে অথবা সারাজীবন চারটি মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। যথা-
১. পৃষ্ঠীয় ফাঁপা ও নলাকার স্নায়ুরজ্জু।
২. স্নায়ুরজ্জুর নিচ দিয়ে প্রসারিত একটি দন্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটোকর্ড।
৩. গলবিলীয় ফুলকা রন্দ্র এবং
৪. পায়ু পশ্চাৎ লেজ।

চারটি অনুপম বৈশিষ্ট্য ছাড়াও কর্ডাটাদের নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট্যগুলো বিদ্যমান-
১. দেহ ত্রিস্তর বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং প্রকৃত সিলোমযুক্ত।
২. দেহে অন্তঃখন্ডায়ন বিদ্যমান।
৩. রক্ত সংবহনতন্ত্র বন্ধ প্রকৃতির, হৃৎপিন্ড অঙ্কীয় এবং হেপাটিক পোর্টালতন্ত্র বিদ্যমান; লোহিতকণিকায় হিমোগ্লোবিন থাকে।
৪. এন্ডোস্টাইল অথবা থাইরয়েড গ্রন্থি বিদ্যমান এবং পরিপাকতন্ত্রে পাকস্থলি ও অন্ত্র সুনির্দিষ্টভাবে পৃথক।

ঘ. উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় প্রাণীটি হলো যথাক্রমে পাখি ও হরিণ। পাখির শ্রেণি হলো Aves এবং হরিণের শ্রেণি হলো Mammalia। শ্রেণিবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের প্রথম দিকে এবং উন্নত জীবগুলো শেষের দিকে থাকে। তাই শ্রেণিতাত্ত্বিকভাবে Aves অপেক্ষা Mammalia উন্নত। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. Aves এবং Mammalia উভয় শ্রেণির প্রাণীরই মেরুদন্ড থাকলেও Mammalia শ্রেণির প্রাণীদের মেরুদন্ড সবচেয়ে স্থিতিস্থাপক এবং সুগঠিত।
২. Aves শ্রেণির প্রাণীদের দেহত্বক শুষ্ক ও পালক দিয়ে ঢাকা। পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীদের দেহ লোমাবৃত, যাতে স্তনগ্রন্থি ও ঘর্মগ্রন্থি থাকে এ বৈশিষ্ট্যেও Mammalia উন্নত।
৩. Aves শ্রেণির প্রাণীদের চোয়ালে কোনো দাঁত নেই, পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
8. Aves শ্রেণির প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়, পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মাতৃস্তন্যপান করে।
৫. Mammalia শ্রেণির প্রাণীদের বহিঃকর্ণে পিনা এবং উদর বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা থাকে, যা Aves শ্রেণির প্রাণীদের থাকে না।
উপরের বর্ণনার আলোকে বলা যায়, Mammalia শ্রেণির প্রাণীদের সবগুলো অঙ্গ Aves শ্রেণির প্রাণীদের থেকে সুগঠিত। তাই Mammalia শ্রেণি Aves শ্রেণি থেকে অধিকতর উন্নত।

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word