প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস শ্রেণি: ইন্টার দ্বিতীয় বর্ষ বোর্ড: রাজশাহী ,ময়মনসিংহ বোর্ড সাল: ২০২৩

প্রশ্ন ২।  নিচের উদ্দীপকটি লক্ষ কর-

                             হাঙ্গর  →   ইলিশ  →  R


ক. প্রাণিবৈচিত্র্য কাকে বলে?

খ. স্যুডোসিলোমেট প্রাণী বলতে কী বুঝায়?

গ. উদ্দীপকের প্রাণী দুটি একই ধরনের নয় কেন? ব্যাখ্যা কর। ৩

ঘ. যুক্তিসহ R চিহ্নিত স্থানে একটি প্রাণীর নাম লেখ।

উত্তর

সমাধান

উত্তর

(ক) পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটিই হচ্ছে প্রাণিবৈচিত্র্য।

(খ)  যেসব প্রাণী সিলোমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনও কখনও মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে তাদের স্যুডোসিলোমেট প্রাণী বলে। কিন্তু কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। উদাহরণ: Nematoda, Rotifera, Kinorhyncha প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা স্যুডোসিলোমেট।

(গ)  উদ্দীপকের প্রাণী দুটি হলো যথাক্রমে হাঙ্গর এবং ইলিশ মাছ। উভয়ই জলজ প্রাণী হলেও একই ধরনের নয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-

১. হাঙ্গর Chondrichthyes শ্রেণির অন্তর্ভুক্ত হলেও ইলিশ মাছ Actinopterygii শ্রেণির অন্তর্ভুক্ত।

২. হাঙ্গরের দেহ অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আঁইশে আবৃত। অন্যদিকে ইলিশ মাছের ত্বক গ্রন্থিময় এবং সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আঁইশে আবৃত।

৩. হাঙ্গরের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়। অন্যদিকে ইলিশ মাছের অন্তঃকঙ্কাল অস্থিময়।

৪. হাঙ্গরের ৫ - ৭ জোড়া ফুলকারন্দ্র থাকে এবং ফুলকারন্দ্র দেহের বাইরে উন্মুক্ত। অন্যদিকে ইলিশ মাছের মাথার দু'পাশে একটি করে ফুলকারন্ধ্র থাকে এবং ফুলকারন্দ্র কানকো দিয়ে আবৃত।

৫. হাঙ্গরের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল। অন্যদিকে ইলিশ মাছের পুচ্ছ পাখনা হোমোসার্কাল বা ডাইফিসার্কাল।

৬. হাঙ্গরের চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। অন্যদিকে ইলিশ মাছের চোয়ালে দাঁত থাকে না।

উপরের বর্ণনার আলোকে বলা যায়, হাঙ্গর ও ইলিশ মাছ একই ধরনের নয়। এদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।

ঘ. উদ্দীপকের 'R' চিহ্নিত স্থানে যে প্রাণীটি হবে তা হলো সিলাকান্থ মাছ (Latimeria chalumnae)। এটি Vertebrata উপপর্বের অন্তর্গত Gnathostomata superclass এর অধীনে একটি Class-Sarcopterygii এর অন্তর্গত।

প্রাণীটি (সিলাকান্থ মাছ) R চিহ্নিত স্থানে বসার যৌক্তিকতা তুলে ধরা হলো-

১. Gnathostomata Superclass এর অধীনে ৩টি class রয়েছে যার মধ্যে হাঙ্গর ও ইলিশ মাছ যথাক্রমে Chondrichthyes ও Actinopterygii শ্রেণির প্রতিনিধিত্ব করছে। তাই যথার্থই ৩য় ক্লাস হিসেবে Sarcopterygii এর প্রতিনিধিত্বকারী সিলাকান্থ মাছ 'R' স্থানে বসবে।

২. উদ্দীপকটিতে Gnathastomata-Superclass এর ৩টি ক্লাস বিবর্তনের ধারায় উন্নত বৈশিষ্ট্যের ক্রমানুসারে বসেছে।

৩. Sarcopterygii শ্রেণির সিলাকান্থ মাছটিকে লাংফিশ বা পিণ্ডাকার পাখনাবিশিষ্ট মাছও বলা হয় যা এর উন্নতর প্রাণীর বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পূর্বের ২টি ক্লাস এর অন্তর্গত প্রাণীর মধ্যে ফুসফুস অনুপস্থিত।

৪. উন্নত প্রাণীর ন্যায় Sarcopterygii ক্লাসভুক্ত সিলাকান্থ মাছটির চোয়ালে প্রকৃত এনামেল আবৃত দাঁত বিদ্যমান।

সিলাকান্থ মাছটি (R) হাঙ্গর ও ইলিশ এর ন্যায় সম্পূর্ণরূপে জলচর নয়, বিজ্ঞানীদের ধারণা এ শ্রেণিরই কোনো মাছ থেকে চতুস্পদী ও স্থলচর প্রাণী হিসেবে উভচর গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে।

অতএব, 'R' স্থানে Sarcopterygii Class এর সিলাকান্থ মাছটিই বসার জন্য উপযুক্ত।

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word