প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: রসায়ন অধ্যায়: মোলের ধারণা ও রাসায়নিক গণনা শ্রেণি: ৯ম - ১০ম বোর্ড: ডাইনামিক ক্যারিয়ার সাল:

প্রশ্ন-৪. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

180 ভরবিশিষ্ট যৌগ M এর 6.75g বিশ্লেষণ করে 0×45g হাইড্রোজেন, 2×7g কার্বন এবং 3×6g অক্সিজেন পাওয়া গেল।

 ক. আণবিক সংকেত কাকে বলে?

খ. স্থুলসংকেত ও আণবিক সংকেতের মধ্যে দুইটি পার্থক্য লেখ।  

গ. যৌগটির শতকরা সংযুতি নিণয় কর।

ঘ. উক্ত ভরসমূহ ব্যবহার করে গ যৌগটির আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব-গাণিতিক ব্যাখ্যা দাও।

উত্তর

সমাধান

ক. কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশকারী সংকেতকে আণবিক সংকেত বলে।

খ. স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে দুইটি পার্থক্য নিম্নে দেওয়া হলো

uploaded image

গ. উদ্দীপকের বিশ্লেষণ কার্যে ব্যবহৃত যৌগ -এর পরিমাণ = 6×75g

∴  হাইড্রোজেনের সংযুতি = 0.45 6.75  ´ 100 = 6×67%

 কার্বনের সংযুতি =    

2.76.75  ´ 100 = 40%

 অক্সিজেনের সংযুতি =  3.6 6.75 × 100 = 53×33%

uploaded image

অতএব, প্রদত্ত গাণিতিক ব্যাখ্যা থেকে দেখা যায় যে, প্রদত্ত ভরসমূহ ব্যবহার করে M যৌগটির আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব।

রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word