প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: রসায়ন অধ্যায়: মোলের ধারণা ও রাসায়নিক গণনা শ্রেণি: ৯ম - ১০ম বোর্ড: রাজশাহী কলেজিয়েট স্কুল সাল:

৩.    uploaded image

(ক) রুটাইল কী? 

(খ) লঘু H2SO4 সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া বেশিক্ষণ স্থায়ী হয় না কেন?

(গ) উদ্দীপকের (i) নং বিক্রিয়ক পদার্থটির সেমিমোলার দ্রবণ তৈরি করতে প্রয়োজনীয় দ্রাবকের পরিমাণ নির্ণয় করো।

(ঘ) উদ্দীপকে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির সমপরিমাণ গ্যাস তৈরিতে কত গ্রাম চুনাপাথর লাগবে তা নির্ণয় করো।

উত্তর

সমাধান

(ক) এর উত্তর: রুটাইল: রুটাইল হলো টাইটেনিয়াম মৌলের আকরিক। এর সংকেত TiO₂।

(খ) এর উত্তর: লঘু  H₂SO₄ ও CaCO₃ বিক্রিয়াটি হলো:

"CaCO₃ + H₂SO₄ (লঘু )"→"CaSO₄ + CO₂(g)↑ + H₂O" 

বিক্রিয়াতে CaCO₃ ও H₂SO₄ এর বিক্রিয়ায় CaSO₄ লবণ পানি ও গ্যাসীয় CO₂ উৎপন্ন করে। উৎপন্ন CO₂ গ্যাসটির বিক্রিয়াস্থল থেকে সহজেই আলাদা হয়ে যায়। গ্যাসীয় উৎপাদন CO₂ তৈরি হওয়ায় বিক্রিয়াটি  বেশিক্ষন স্থায়ী হয় না।

(গ) এর উত্তর: সেমিমোলার দ্রবণ হলো অর্ধমোলার দ্রবণ যার ঘনমাত্রা হলো 0.5 M।

উদ্দীপকের (i) নং বিক্রিয়ক হলো সোডিয়াম বাইকার্বোনেট।

NaHCO₃ এর আনবিক ভর = 23+1+12+48=84 g/mol

সংজ্ঞানুযায়ী,

  84 g NaHCO₃, 1M দ্রবণের আয়তন = 1000 mL 

1 g NaHCO₃, 1M দ্রবণের আয়তন = 1000 84  mL

25 g NaHCO₃, 0.5M (সেমিমোলার) দ্রবণের আয়তন =  (1000×25) (84×0.5)  = 595.23 mL

অতএব, প্রয়োজনীয় দ্রাবকের পরিমাণ হলো 595.23 mL

(ঘ) এর উত্তর:

উদ্দীপকের NaHCO₃ ও H₂SO₄ এর মধ্যকার বিক্রিয়াটি হলো –

2NaHCO₃+H₂SO₄→Na₂SO₄+2H₂O+2CO₂

2×84g 98g 2x 44g

= 168 g = 88 g CO₂

বিক্রিয়ানুসারে, 

168 g NaHCO₃ এর বিক্রিয়ায় H₂SO₄ প্রয়োজন = 98 g

25 g NaHCO₃ এর বিক্রিয়ায় H₂SO₄ প্রয়োজন =  (98×25) 168  = 14.58 g

সুতরাং, দ্রবণে 25 g H₂SO₄ থাকায় NaHCO₃ সীমিত বিক্রিয়ক।

আবার বিক্রিয়ানুসারে, 

168 g NaHCO₃ এর বিক্রিয়ায় CO₂ পাওয়া যায় = 88 g

⸫ 25 g NaHCO₃ এর বিক্রিয়ায় CO₂ পাওয়া যায় =  (88×25) 168  =13.1 g

আবার,

CaCO^3                         →CaO   +                    CO₂

40+12+(16×3) 12+(16×2)=44g 

=100g =44g

অর্থাৎ, 

44 g CO₂ উৎপন্ন করতে CaCO₃ প্রয়োজন = 100 g

13.1 g CO₂ উৎপন্ন করতে CaCO₃ প্রয়োজন =   (100×13.1) 44 g =29.77 g

সুতরাং, প্রয়োজনীয় চুনাপাথরের (CaCO₃) পরিমাণ 29.77 g

 


রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word