প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: রসায়ন অধ্যায়: মোলের ধারণা ও রাসায়নিক গণনা শ্রেণি: ৯ম - ১০ম বোর্ড: যশোর বোর্ড সাল: ২০১৭

uploaded image

ক) pH কী?

(খ) কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন?

(গ) উদ্দীপকের B পাত্রের ঘনমাত্রা নির্ণয় কর।

(ঘ) A এবং B পাত্রের যৌগদ্বয়কে মিশ্রিত করা হলে মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক? গাণিতিকভাবে বের কর।

উত্তর

সমাধান

(ক) এর উত্তর:  কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ( H + ) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।

(খ) এর উত্তর:  বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত আয়ন বা ইলেকট্রনের প্রয়োজন। গলিত অবস্থায় ও জলীয় দ্রবণের আয়নিক যৌগের আয়নসমূহ মুক্ত হয়ে চলাচল করে। ফলে বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু কঠিন অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহ কেলাসে নির্দিষ্ট স্থানে অবস্থান করে। কেলাস অবস্থায় আয়নসমূহ চলাচল করতে পারে না বলে কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না।

 (গ) এর উত্তর: 

              উদ্দীপকের B পাত্রের আয়তন V=250 mL 

                                    NaOH এর ভর w=5.20 g 

NaOH এর আনবিক ভর M=(23+16+1)=40

আমরা জানি,

    w =  SVM 1000  

বা,S =  (w×1000) (V×M)

বা, S= (5.2×1000) (250×40)  

S=0.52 M

অতএব, দ্রবণের ঘনমাত্রা 0.52 M

(ঘ) এর উত্তর:

           পাত্র-A তে, দ্রবণের আয়তন V=100 mL 

                                        ঘনমাত্রা S=0.5 M

FeCl₂ এর আনবিক ভর = 56+(35.5×2)=127

আমরা জানি,

           w = SVM 1000  

      বা, w =  (0.5×100×127) 1000

        ∴ w = 6.35 g

অতএব, A-পাত্রে FeCl₂ এর ভর 6.35 g 

B-পাত্রে NaOH এর ভর = 5.20 g

পাত্রদ্বয়ের দ্রবণদ্বয় একসঙ্গে মিশালে নিম্নলিখিত বিক্রিয়া সংঘটিত হবে—

"FeCl₂ + 2NaOH → Fe(OH)₂ + 2NaCl" 

  127      2 x 40g = 80g

127 g FeCl₂ এর সাথে বিক্রিয়া করে = 80 g NaOH 

1 g FeCl₂ এর সাথে বিক্রিয়া করে = 80 127  g 

⸫6.35 g FeCl₂ এর সাথে বিক্রিয়া করে =  (80×6.35) 127  = 4 g NaOH

যেহেতু বিক্রিয়ায় 5.20 g NaOH ব্যবহার করা হয়েছে, 

অতএব, (5.20 – 4) g = 1.2 g NaOH দ্রবণে থেকে যাবে।

কিন্তু FeCl₂ সম্পূর্ণরূপে বিক্রিয়া করে।


রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word