প্রশ্ন ও উত্তর দেখুন

পূর্ণ প্রশ্ন

পূর্ণমান: 10
বিষয়: রসায়ন অধ্যায়: মোলের ধারনা ও রাসায়নিক গণনা শ্রেণি: ৯ম - ১০ম বোর্ড: দিনাজপুর সাল: ২০২০

১।                

(ক) আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে?

(খ) কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন? ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকের যৌগের মোলারিটি নির্ণয় কর।

(ঘ) উদ্দীপকের দ্রবণে 0.6 মোল HCI যোগ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

উত্তর

সমাধান

(ক)-এর উত্তর:

কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন-12 আইসোটোপের ভরের  অংশের তুলনায় যতগুণ ভারি তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।

(খ)-এর উত্তর:

গ্রুপ-11 এর চারটি মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং রন্টজেনিয়াম। এই চারটি মৌলের মধ্যে প্রথম তিনটি মৌলকে মুদ্রা ধাতু (Coin metals) বলা হয়। কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রন্টজেনিয়াম (Rg) ছাড়া অন্য যে 3টি মৌল আছে তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এ কারণে কপারকে. (Cu) কে মুদ্রা ধাতু বলা হয়।

uploaded image

(ঘ) -এর উত্তর: 

উদ্দীপকের দ্রবণে 0.6 মোল HCl যোগ করলে নিম্নলিখিত বিক্রিয়া ঘটবে,

NaHCO₃ + HCl → NaCl + CO₂ + H₂O

1 মোল NaHCO₃ = (23+1+12+3×16)g 

= (23+1+12+48)g 

= 84 g

1 মোল HCl = (1+35.5)g = 36.5 g

এখন, 1 mole HCl = 36.5 g 

⸫ 0.6 mole HCl = (0.6×36.5)g = 21.9 g

বিক্রিয়া অনুযায়ী: 

84 g NaHCO₃ বিক্রিয়া করে 36.5 g HCl এর সাথে 

⸫1 g NaHCO₃ বিক্রিয়া করে 36.5/84 g HCl এর সাথে 

⸫24.5 g NaHCO₃ বিক্রিয়া করে (36.5×24.5)/84 g HCl এর সাথে 

                                              = 10.64 g HCl এর সাথে

কিন্তু, দ্রবণে HCl এর পরিমাণ 21.9 g 

অতএব, বিক্রিয়া NaHCO₃ সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে এবং HCl অবশিষ্ট থাকবে (21.9-10.64)g=11.26g। সুতরাং, লিমিটিং বিক্রিয়ক হলো NaHCO₃।



রিঅ্যাকশন

পছন্দ প্রকাশ করুন

শেয়ার করুন

WhatsApp / Facebook

কমেন্ট

মতামত লিখুন
📥 Word