"শিক্ষাই শক্তি, প্রযুক্তিতেই অগ্রগতি" — এই মূলমন্ত্রকে ধারণ করে Dynamic Career It & Education Care একটি আধুনিক ও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নাটোর সদর-এ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, দক্ষতা এবং প্রযুক্তির সমন্বয় ঘটাতে নিরলস কাজ করে যাচ্ছে।
আমাদের প্রতিষ্ঠান দুইটি মূল বিভাগে শিক্ষাসেবা প্রদান করে থাকে:
SSC ও HSC শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগভুক্ত বিষয়সমূহে গাইডলাইনভিত্তিক ক্লাস নেওয়া হয়। পাঠ্যবিষয়সমূহ হল:
পদার্থবিজ্ঞান
রসায়ন
জীববিজ্ঞান
গণিত
ইংরেজি
আইসিটি (বিশেষভাবে প্র্যাকটিক্যালসহ ক্লাস ও কম্পিউটার প্রশিক্ষণ)
চলমান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের কম্পিউটার শাখায় প্রশিক্ষণ দেওয়া হয়—
Basic Computer Training
Graphics Design
Freelancing
Web Development
✅ কোর্স শেষে সরকার অনুমোদিত সনদপত্র প্রদান করা হয়।
১. প্রতিটি বিষয়ে ১ ঘণ্টার গভীর পাঠদান হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে।
২. প্রতিদিনের ক্লাস শুরু হয় নৈর্ব্যক্তিক (MCQ) কুইজ পরীক্ষার মাধ্যমে।
৩. প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হয়।
৪. ছাত্রছাত্রীদের ক্লাস উপস্থিতি ও পারফরম্যান্স সম্পর্কে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়।
৫. অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সিট প্রদান করা হয়।
৬. আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সার্বক্ষণিক শিক্ষার্থীদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।
৭. প্রতিটি অধ্যায় শেষে বিষয়ভিত্তিক প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হয়।
৮. সকল ক্লাস সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।
৯. মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রযুক্তিনির্ভরভাবে পাঠদান পরিচালনা করা হয়।
১০. আইসিটি ক্লাস শেষে শিক্ষার্থীদের ক্লাসের ভিডিও সরবরাহ করা হয়।
১১. সৃজনশীল ও নৈর্ব্যক্তিক বিষয়ের উপর বিশেষ দিকনির্দেশনামূলক ক্লাস নেওয়া হয়।
১২. ছাত্রছাত্রীদের যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রয়েছে।
নাটোর সদর, হার্ফরাস্তা, যমুনা পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী গলি,
সানমুন কির্ন্ডার গার্ডেন স্কুলের পাশে।
মোবাইল: ০১৭২৩৫৮৫৯৭৩ / ০১৫১৫৬৪৬৯৬৮
ফেসবুক:
🔹 facebook.com/Dynamicscareer
🔹 facebook.com/dynamiccareerbd